Random Video

\'Omit Amit Shah\' Banner At Namkhana: অমিত শাহের বঙ্গসফরকে কেন্দ্র করে বিক্ষোভ বাম ছাত্র সংগঠনের

2021-02-18 9 Dailymotion

এক সপ্তাহ কাটতে না কাটতেই ফের বঙ্গসফরে অমিত শাহ, ১৭ ফেব্রুয়ারি রাতে কলকাতায় অবতরণ করেন স্বরাষ্ট্রমন্ত্রী। ১৮ ফেব্রুয়ারি দক্ষিণ চব্বিশ পরগণায় একাধিক কর্মসূচি করবেন স্বরাষ্ট্রমন্ত্রী। নামখানায় অমিত শাহের সভাস্থলের ঠিক সামনে \'ওমিট অমিত শাহ\' ব্যানার। রাস্তায় রাস্তায় ব্যানার টাঙিয়ে আবার কোথাও রাস্তায় চক দিয়ে লিখে প্রতিবাদ এসএফআইয়ের। স্বরাষ্ট্রমন্ত্রী বঙ্গ সফরের বিরুদ্ধে প্রতিবাদ জানাতেই এই পদক্ষেপ, দাবি বাম ছাত্র সংগঠনের। দক্ষিণ চব্বিশ পরগণার নামখানায় উদ্বাস্তু মৎস্যজীবীর পরিবারে মধ্যাহ্নভোজ অমিত শাহের। মৎস্যজীবী সুব্রত বিশ্বাসের বাড়িতে দুপুরের মেনুতে রয়েছে- ঘি-ভাত, ডাল, সবজি, আলু ফুলকপির তরকারি, পনীরের তরকারি, চাটনি এবং পাঁপড়। ১৮ ফেব্রুয়ারি সকাল থেকেই একাধিক কর্মসূচি রয়েছে অমিত শাহের, নিউটাউনের হোটেলে বিএসএফ আধিকারিকদের সঙ্গে বৈঠক স্বরাষ্ট্রমন্ত্রীর। ১৮ ফেব্রুয়ারি সকালে ফেসবুকে  ঠাকুর রামকৃষ্ণ পরমহংসদেবকে নিয়ে একটি পোস্ট করেন অমিত শাহ। স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের কথায়, \"সমস্ত জগতকে ধর্ম আর আধ্যাত্মিকতায় প্রকাশিত করেছেন শ্রী শ্রী ঠাকুর রামকৃষ্ণ পরমহংসদেব,যিনি নিজের শিক্ষা আর বিচারধারা দিয়ে দেশকে একতার সূত্রে বেঁধেছেন। শ্রী শ্রী ঠাকুরের দেখানো পথ মানবতার জন্য অনুপ্রেরণার প্রদীপ,যার জ্যোতি অনন্তকাল ধরে মানব জীবনকে মার্গ দর্শন করে আসছে।\"